তাঁর নিজের বাবা স্বয়ং বাংলার ইন্ডাস্ট্রি! কিন্তু তাতে কি? বাবার তো আর ফ্যান হওয়া যায় না। বলছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে মিশুকের কথা। সে নিজে কিন্তু শাহরুখের ডাই হার্ড ফ্যান। স্বপ্নের হিরোর সঙ্গে তৃষাণজিতের দেখা হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। বাদশাকে দেখে একেবারে আহ্লাদে আটখানা মিশুক।
ব্যাক স্টেজে কিং খানকে পেয়ে ছবি তোলার সুযোগ হাতছাড়া তো করলেনই না, আইডলের কাছ থেকে নিলেন অটোগ্রাফও।
ছবি এবং অটোগ্রাফের সঙ্গে শাহরুখের মত হাত ছড়িয়ে তাঁর সিগনেচার পোজে একটি ভিডিও পোস্ট করেন মিশুক।