একটা সময়ে টলিউডে ঋতুপর্ণা-প্রসেনজিতের (Prasenjit-Rituparna) জুটি ছিল সুপার ডুপার হিট। মাঝে দীর্ঘ সময়ের ব্যবধান। তারপর আবার প্রাক্তনে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। দু'জনের অফস্ক্রিন-অনস্ক্রিন রসায়ন সবসময় আলোচনায় থাকত। সেই সময়কার স্মৃতি আজ টাটকা বুম্বাদার মনে। একবার রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে ঘুমিয়েই পড়েছিলেন ঋতু, ফাঁস করলেন স্বয়ং 'ইন্ডাস্ট্রি'। স্মৃতি মনে করাতেই রীতিমতো লজ্জা পেলেন ঋতুপর্ণা।
‘ইস্মার্ট জোড়ি’-র (Ismart Jodi) এক বিশেষ পর্বে অতিথি ছিলেন, নয়ের দশকের এই হিট জুটি। নানা কথার মাঝেই প্রসেনজিৎ জানালেন, রোম্যান্টিক দৃশ্যে শুটিং করার সময়ে তাঁর পায়ের কাছে বসার কথা ছিল অভিনেত্রীর। আচমকা তিনি শুনতে পান ঋতুপর্ণা নাক ডাকছেন। বুঝতে পারেন ঘুমিয়ে পড়েছেন তাঁর নায়িকা।
প্রসেনজিতের এই কথা শুনে সে কী অপ্রস্তুত হয়ে পড়লেন ঋতুপর্ণা। পুরো ঘটনা অস্বীকার করলেন, কিন্তু তাতে তেমন জোর নেই, ঠাট্টার ছলে বুম্বাদাকে আলতো করে কাধে চাপড় মারলেন। ‘প্রাক্তন’ জুটির এই খুনসুটি-তে রীতিমতো জমে উঠল তারকাখচিত সন্ধ্যা।