অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় নাকি মৃত। এমনটাই দাবি করে তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা। যে ঘটনায় রীতিমতো হতবাক তিনি।
জানা গিয়েছে, শরৎ বোস রোডের এক বেসরকারি ব্যাংকের পাবলিক প্রফিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ছিল অভিনেত্রী পল্লবীর। ব্যাঙ্কের তরফে তাঁকে জানানো হয় পিপিএফ ফান্ডটি বন্ধ হয়ে গিয়েছে। এমনকি উধাও হয়ে গিয়েছে সেখানে গচ্ছিত রাখা ৯ লক্ষ ১৭ হাজার টাকা।
ইতিমধ্যেই কড়েয়া থানায় এফ আই আর দায়ের করেছেন অভিনেত্রী। মৃত্যুর শংসাপত্র না দেখিয়ে ব্যাঙ্ক কীভাবে টাকা দিল তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। যদিও ব্যাঙ্ক কোনও সদুত্তর দেয়নি। তবে, ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে আগামী ১৬ থেকে ১৭ এপ্রিলের মধ্যে টাকা ফিরিয়ে দেওয়া হবে তাঁকে।