কাঁচা-পাকা চুল, দাড়ি । চোখে চশমা । ঘোলাটে দৃষ্টিতে আনমনা প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) । নতুন ছবিতে বুম্বাদার লুক দেখলে ৬০-৭০ বছরের কোনও প্রৌঢ়ের কথাই মনে হবে । তাঁর সঙ্গে রয়েছেন গার্গী (Gargi Roychowdhury), বিক্রমরা (Vikram Chatterjee) । পয়লা বৈশাখের দিন 'শেষ পাতা'-য় লেখা থাকবে বাল্মীকি, মেধা , সৌনকের জীবন । মুক্তি পেল সিনেমার পোস্টার । ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'শেষ পাতা' (Sesh Pata)।
সিনেমার পোস্টার শেয়ার করেছেন বুম্বা দা । সেখানে সিনেমা মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে । ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'শেষ পাতা'। পয়লা বৈশাখের দিন সকলকে 'শেষ পাতায়' চোখ রাখার কথা বলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । সিনেমা গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন অতনু ঘোষ । সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। প্রযোজনায় ফ্রেন্ডস কমিউনিকেশন।
আরও পড়ুন, LSD-Soham-Sayani: সোহম-সায়নীর ছবিকে 'অ্যাডল্ট' তকমা, নন্দনে জায়গা পেল না 'এলএসডি'
উল্লেখ্য, আগে অতনু ঘোষের একাধিক সিনেমা মুক্তি পেয়েছে । তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল বিনি সুতোয়, আরও এক পৃথিবী , ময়ূরাক্ষী ইত্যাদি ।