পুরীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (prosenjit chatterjee )। জগন্নাথ দেবের দর্শন করলেন বুম্বা দা । শুক্রবার বিকেলে পুরী থেকে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন প্রসেনজিৎ ।
একটা ছবিতে পুরীর মন্দিরের বাইরের হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল প্রসেনজিৎকে । দ্বিতীয় ছবিতে মন্দিরের পূজারীর সঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন বুম্বা দা।
আরও পড়ুন - রণবীরের 'অ্যানিমাল' কি প্রত্যাশা পূরণ করতে পারল ? দর্শকদের মতামত কী, শুনে নিন
বাকি ছবিগুলিতে প্রসেনজিতের সঙ্গে দেখা গেল আরও কয়েকজনকে । এদিন, সাদা রঙের কুর্তা-পাজামা পরে পুজো দিতে পুরীর মন্দিরে হাজির হয়েছিলেন তিনি । কপালে ছিল লাল টিকা। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে বুম্বা দা লিখেছেন, 'জগন্নাথ দর্শন'।
শেষ দশম অবতার মুক্তি পেয়েছে, আগামী দিনে কোন কাজ মুক্তির অপেক্ষায় রয়েছে কি না তা এখনও জানা যায়নি। তবে, অনুরাগীরা মনে করছেন আগামী দিনে ভক্তদের কোনও বড় খবর দেওয়ার আগে জগন্নাথ দর্শন করলেন বুম্বা দা।