এককথায় তিনি টলিউডের ইন্ডাস্ট্রি। বলছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা। সেই তিনিই নাকি এবার নামছেন পরিচালনায়, তাও আবার বলিউডে। নটী বিনোদিনীর বায়োপিক বানাবেন বুম্বা দা। সেখানে নটীর চরিত্রে দেখা যেতে পারে কঙ্গনা রানাউতকে।
বহু বছর আগে পরিচালনায় হাতেখড়ি হলেও পরে আর সে দিকে হাত পাকানো হয়নি প্রসেনজিতের। এখনও চুটিয়ে বাংলা ছবি, বলিউড ছবি, হিন্দি ওটিটি-তে কাজ করছেন বুম্বা দা। তার মাঝেই নটী বিনোদিনীকে নিয়ে একটি সর্বভারতীয় ছবি তৈরির ভাবনা ভেবে ফেলেছেন।
ছবির লোকেশনের জন্য বেছে নেওয়া হয়েছে কলকাতা। ছবির কজ আগামী বছরের এপ্রিলের পরে হলেও ইতিমধ্যে শুরু হয়েছে রেইকির কাজ।