'গানের ওপারে', নামটুকুই যথেষ্ট। একটা সময়ে বাংলা ধারাবাহিকে অন্যরকম বেঞ্চমার্ক তৈরি করেছিল মিমি চক্রবর্তী-অর্জুন চক্রবর্তী অভিনীত ধারাবাহিকটি। ধারাবাহিকের প্রযোজক ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই বুম্বাদা আবারও ধারাবাহিকের প্রযোজনায়, বহু বছর পর।
জি বাংলায় ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে 'আলোর কোলে', তারই প্রযোজনায় স্বয়ং ইন্ডাস্ট্রি। নিজের প্রযোজনা নিয়ে টেনশন আছে? টিআরপি-র চাপ? তোয়াক্কা করেন না অভিনেতা। বিশ্বাস করেন, সিরিয়াল ভাল না খারাপ, শেষ কথা টিআরপি বলে না।
'আলোর কোলে'তে জুটি বাঁধছেন স্বীকৃতি ও কৌশিক । তবে এই ধারাবাহিকে নায়িকা এক নয়, দুইজন । প্রোমোর শেষে দেখা গিয়েছে গোধূলি আলাপ খ্যাত সমু সরকারকেও।