বলিউডে একাধিক কাজ করেছেন টলিউডের ইন্ডাস্ট্রি, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছোট পর্দায় তাঁর একাধিক কাজ দর্শক আগেও দেখেছে। এই প্রথম বার ওটিটি প্লাটফর্মে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তবে বাংলা নয়, হিন্দি ওয়েব সিরিজ। বিপরীতে রয়েছে অদিতি রাও হায়দারি, সিরিজের নাম 'জুবিলি'।
বলিউডের টানাপোড়েন, প্রতিদ্বন্দ্বিতা নিয়েই সিরিজের গল্প। চারের দশক থেকে শুরু করে আরও ৪০ বছরের সময়কাল উঠে আসবে পর্দায়। প্রথম সিজ্নে আট থেকে ন’টি এপিসোড থাকবে। প্রসেনজিৎ এবং অদিতি ছাড়াও রয়েছেন অপারশক্তি খুরানা, রাম কাপুরের মতো অভিনেতারা। অ্যামাজন প্রাইমে আগামী ৭ এপ্রিল মুক্তি পাচ্ছে 'জুবিলি'।
প্রায় দু'বছর আগেই সিরিজটির ঘোষণা করা হয়েছিল, সদ্য মুক্তি পেল 'জুবিলি'র ট্রেলার। প্রসেনজিৎ নিজেও শেয়ার করেছেন সিরিজের ট্রেলার।