শহরজুড়ে প্রেমের মরশুম। খাতায় কলমেই ফাগুন, মনে তার একটু আঁচ তো পড়বেই। মিশুকেরও তেমনটাই হল। মিশুক মানে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। বুম্বাদার ছেলে হিসেবে যে টলিপাড়ায় বেশ পরিচিত, সেই মিশুক নাকি প্রেমে পড়েছেন!
পড়াশোনার সূত্রে ভিনরাজ্যে থাকেন মিশুক। দু দিন আগে পর্যন্ত ফুটবলই ছিল মিশুকের ধ্যান জ্ঞান। তা, এবার শোনা যাচ্ছে, সে দিকে মন নেই প্রসেনপুত্রের। এক তরুণীর সঙ্গে তৃষাণজিতের ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। জানা গিয়েছে, তাঁর নাম লিতিকা প্রসাদ। তৃষাণজিৎ এবং লিতিকা একসঙ্গে পড়াশোনা করেন। সেই সূত্রেই দুজনের পরিচয়, তারপর ক্রমে মন বিনিময়।
Kangana Ranaut: 'কারোর বিয়েতে কোনওদিন নাচিনি'! তিন খানেদের কটাক্ষ কঙ্গনার!
গত ৬ জানুয়ারি ছিল তৃষাণজিতের জন্মদিন৷ ছেলেকে আদরমাখা পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বুম্বাদা। তবে ছেলের প্রেম নিয়ে তিনি কী ভাবছেন, তা কিন্তু জানার উপায় নেই একদম।