দুই হেভিওয়েট পরিচালক, রাজ চক্রবর্তী (Raj Chakraborty), অরিন্দম শীলের (Arindam Shil) দুই ছবির সঙ্গেই মুক্তি পেয়েছে নবাগত পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) ছবি 'ভটভটি' (Bhotbhoti)। টেলিভিশনের জনপ্রিয় মুখ তথাগত-র প্রথম ছবি বাংলার নামমাত্র হলে শো পেয়েছে, তাও প্রাইম টাইমে একটাও নয়। সেই নিয়ে প্রকাশ্যেই রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন পরিচালক। এরই মধ্যে দেব-প্রসেনজিতের মতো ইন্ডাস্ট্রির বড় বড় নাম কিন্তু ভটভটির পাশে দাঁড়িয়েছে।
Rakhi Purnima 2022 : আজ রাখি পূর্ণিমা, 'রক্ষা' করার দায়িত্ব নিন সকলের
ভটভটির প্রচারেই দেবের 'চাঁদের পাহাড়' নিয়ে হাসিঠাট্টা করেছিলেন তথাগত। দেব অবশ্য তথাগতর ছবির প্রচার করেছেন। টুইট করে টিম ভটভটির সকলের শুভকামনা করে ছবিটি দর্শকদের দেখতে অনুরোধ করেছেন। একই কাজ করেছেন ইন্ডাস্ট্রি স্বয়ং, অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। তবে দেব-প্রসেনজিৎ দুজনেই অবশ্য একই দিনে মুক্তি পাওয়া তিনটি বাংলা ছবির ক্ষেত্রেই সেই কাজটি করেছেন।
দিন কয়েক আগে ঋতুপর্ণা সেনগুপ্তকেও সোশ্যাল মিডিয়ায় ভটভটির প্রচার করতে দেখা গিয়েছে।