না, ইন্ডাস্ট্রিতে তাঁদের জুটি 'প্রাক্তন' হয়নি। বরং কামব্যাক করেছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-ঋতুপর্ণা সেনগুপ্তর জুটি। এবার ৫০ তম ছবিতে দেখা যাবে বাংলা ছবির সবচেয়ে সফল জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণাকে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'অযোগ্য'র আনুষ্ঠানিক ঘোষণা হল আজই।
কলকাতার ফ্লুরিসে হল ছবির আনুষ্ঠানিক ঘোষণা। ছবি মুক্তির সময় এখনও ঘোষণা করা হয়নি। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস।
Sandipta Sen: পড়াশোনায় কেমন ছিলেন সন্দীপ্তা? অভিনয়ের পাশে অন্য পেশাও রয়েছে অভিনেত্রীর?
একসময় বাণিজ্যিক ধারার ছবিতে সবচেয়ে সফল জুটি ছিল বুম্বা দা এবং ঋতুপর্ণার। এরপর নানা কারণে একটা দীর্ঘ সময়ে দুজনকে একসঙ্গে পর্দায় দেখা যায়নি, কামব্যাক করলেন শিবু-নন্দিতার 'প্রাক্তন' দিয়ে।
প্রসেনজিৎ, ঋতুপর্ণা দুজনেই বললেন, সিনেমার ইতিহাসে আর কোন অভিনেতা অভিনেত্রী জুটি হিসেবে ৫০ টি ছবি একসঙ্গে করেছেন, তা জানা নেই তাঁদের। বাংলা ছবির তো বটেই, খুব সম্ভবত ভারতীয় ছবির ক্ষেত্রেই এটি রেকর্ড।