ছবির প্রথম গান 'তুই আমার হবি না' মুক্তি পেয়েছিল আগেই। তার দৃশ্যায়ন থেকেই দর্শক এটুকু বুঝেছে, ছবিতে ঋতুপর্ণা-প্রসেনজিতের মধ্যে আছে শৈশবের না হওয়া এক গভীর প্রেম। ছবির ট্রেলার মুক্তি পেতেই আরও স্পষ্ট হল তা। মুক্তি পেল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'অযোগ্য' ছবির ট্রেলার।
প্রায় মিনিট তিনেকের ট্রেলার। ছবিতে ঋতুপর্ণার স্বামীর চরিত্রে শিলাজিৎ। তাহলে প্রসেনজিতের ভূমিকা কী? ছবিতে ব্যবহৃত বুম্বাদার সংলাপের মতোই বলতে হয়, 'এ তো সবে ট্রেলার'। বাকিটুকু জানার জন্য ৭ জুনের অপেক্ষা।
ঋতুপর্ণা-প্রসেনজিতের কেমিস্ট্রি টলিউডে নতুন মাত্রা জুড়ে দিয়েছিল। একের পর এক ছবি হিট দিয়ে এসেছে এই জুটি। আগামী মাসেই মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০ তম ছবি 'অযোগ্য'।