গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া উত্তাল। পোস্টারে ছেয়ে গিয়েছিল ফেসবুকের দেওয়াল টলিউডের এভারগ্রিণ জুটি প্রসেনজিৎ, ঋতুপর্ণা নাকি বিয়ে করতে চলেছেন। 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা ' (Prosenjit Weds Rituparna) নামে একটি টিজারও প্রকাশ্যে এসেছিল। অনুরাগীরা তো খুশিতে ডগমগ, টলিপাড়াতেও শুরু হয়েছিল জোর গুঞ্জন। কিন্তু এবার সমস্ত জল্পনায় জল ঢাললেন স্বয়ং ঋতুপর্ণা প্রসেনজিৎ। বিয়ে নাকি ভেস্তে গিয়েছে তাদের।
এই তারকা জুটি সাফ জানিয়ে দিলেন বিয়েটা তারা করছেন না, করছেন ঋষভ বসু ও ঈপ্সিতা মুখোপাধ্যায়। আগামী ২৫ নভেম্বর তাদের দাঁড়িয়ে থেকে বিয়ে দেবেন ঋতু প্রসেনজিৎ। তবে পাত্র রাজি থাকলেও, বিয়েতে মত নেই ইপ্সিতার। এবার ভিডিয়ো শেয়ার করে সব সিক্রেট শেয়ার করলেন। ভিডিওতে ঋষভ ইপ্সিতার বিয়ে নিয়ে তুমুল ঝগড়ার নজিরও চোখে পড়েছে। তাহলে ফাইনালি বিয়েটা হচ্ছে তো? দর্শকদের প্রশ্ন এখন একটাই।