অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনায় অভিনয় করতে চলেছেন 'মিস্টার ইন্ডাস্ট্রি' অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরমের সঙ্গে বহুবার স্ক্রিন শেয়ার করলেও পরমের প্রযোজনা সংস্থা 'রোডশো ফিল্মসের' সঙ্গে এটাই প্রথম কাজ বুম্বা দার।
টলিপাড়ায় গুঞ্জন ইতিমধ্যেই সংস্থার নতুন ছবিতে সইও করে ফেলেছেন নায়ক। ছবিটি পরিচালনা করবেন রাজা চন্দ। পরিচালক জানিয়েছেন, 'গোটা বিষয়টা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত কিছু হয়নি।' যদিও শোনা যাচ্ছে, পুজোর পরেই এই ছবির শ্যুটিং শুরু হবে।
এই পুজোতে দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'কাছের মানুষ' মুক্তি পেতে চলেছে। একই সঙ্গে 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্না' ছবিরও প্রচার শুরু করে দিয়েছেন বুম্বা দা। এর মধ্যেই আরও একটি ছবির গুঞ্জন যে তাঁর অনুরাগীদের বেশ খুশি করেছে তা বলাই বাহুল্য।