১ ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল'। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই এই ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে । পরিচালক দাবি করেছিলেন, এরকম ছবি নাকি আগে দেশবাসী দেখেননি । পরিচালক কি তাঁর কথা রাখতে পারলেন ? দর্শকদের প্রত্যাশা কি পূরণ হল ? সিনেমা দেখে বেরিয়ে কী বলছেন দর্শকরা ?
৮০ শতাংশের মতে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অ্যানিম্যাল নাকি মেগা ব্লকবাস্টার ছবি । অনেকেই এই সিনেমাকে দিচ্ছেন ফাইভ স্টার, কেউ ৪.৫ । কেউ বলছেন 'পয়সা উসুল সিনেমা'। রণবীরের অভিনয়ে মুগ্ধ দর্শকরা । ববি দেওলের থেকেও চোখ সরানো যায়নি । কিন্তু, অনেকের মতে ববি দেওলকে স্ক্রিনে আরও দেখানো যেত । তাঁর চরিত্রের প্রতি সুবিচার করা হয়নি । বাকি অভিনেতাদেরও পারফরম্যান্সের প্রশংসিত হয়েছে ।
তবে, সিনেমাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে । কেউ বলছেন, সিনেমাটা অনেকটা বড় । কারও মতে সিনেমার প্রথম ধাপ বেশ ভাল, কিন্তু, দ্বিতীয় ধাপ বেশ বোরিং । ধীরে ধীরে ছবির গতি কমে যায়। কেউ কেউ বলছেন, গল্পের দ্বিতীয় অংশে ববি দেওলের এন্ট্রি ঠিক জমেনি । তাই ৫, ৪.৫-এর পাশাপাশি ৩ স্টারও দিয়েছেন অনেক দর্শক ।