মুক্তির থেকেই আমির খানের 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)-কে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে । ‘লাল সিংহ চড্ডা’বয়কট করার দাবি তুলেছে একাংশ । পঞ্জাবের (Punjab) জলন্ধরে এখন সেই দাবিতে চলছে বিক্ষোভ । ঠিক এই পরিস্থিতিতে আমিরের পাশে দাঁড়ালেন পঞ্জাবেরই মুখ্যমন্ত্রী ভগবন্ত মন (Bhagwant Mann) । সিনেমা নিয়ে তাঁর মুখে শোনা গেল একেবারে অন্য কথা ।
রবিবার ‘লাল সিংহ চড্ডা’দেখেন ভগবন্ত । আর ছবি দেখেই নায়ককে নিজের ভাল লাগার কথা জানিয়েছেন তিনি । 'লাল সিং চাড্ডা'-র জন্য আমির খান এবং তাঁর গোটা টিমকে অভিনন্দন জানিয়েছেন ভগবন্ত । অভিযোগ, এই সিনেমা ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে । যদিও, সেকথা মানতে নারাজ পঞ্জাবের মুখ্যমন্ত্রী । তাঁর কথায়, পারস্পরিক ভ্রাতৃত্ববোধের কথা বলে এই সিনেমা ।
আরও পড়ুন, Independence Day 2022 : প্রসেনজিৎ, ঋতুপর্ণা থেকে শুভশ্রী, টলিউড তারকাদের স্বাধীনতা দিবস উদযাপন
১১ অগস্ট বৃহস্পতিবার, মুক্তি পায় লাল সিং চাড্ডা । তারপর থেকেই ছবিটি ঘিরে বিতর্ক শুরু হয়েছে । সেনাকে অপমান করার অভিযোগ উঠেছে আমিরের এই সিনেমার বিরুদ্ধে । দেশের বিভিন্ন প্রান্তে ছবিটি বয়কটের ডাক উঠেছে । শনিবার, ছবি মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যে পঞ্জাবের জলন্ধরে 'লাল সিং চাড্ডা'র প্রদর্শন ঘিরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । পরিস্থিতি সামাল দিতে 'লাল সিং চাড্ডা' দেখানো বন্ধ করে দেয় পুলিশ । এই পরিস্থিতি আমিরের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকারা ।