১৯ বছরের এক পুরনো মামলায় দু'বছরের জেল হল জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দালের মেহেন্দির ৷ ২০০৩ সালে তাঁর বিরুদ্ধে মানবপাচারের জড়িত থাকার অভিযোগ ওঠে (Daler Mehndi sent to jail for two years) ৷ মোট ৩১টি মামলায় অভিযুক্ত হন দালের এবং তাঁর ভাই শামশের ৷ সেই মানবপাচার কাণ্ডের একটি মামলাতেই দোষী সাব্যস্ত হন তিনি ৷ তবে শর্তসাপেক্ষে জামিনের আবেদন করেন এই জনপ্রিয় গায়ক ৷ কিন্তু পাতিয়ালার একটি আদালত বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দেয় ৷
জানা গিয়েছে, ১৯ বছর আগের মানব পাচার মামলায় ২০১৮ সালে নিম্ন আদালতের নির্দেশই বৃহস্পতিবার বহাল রাখল পটিয়ালা আদালত। ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ১২০বি, ৪৬৫, ৪৬৮, ৪৭১ ধারায় দালেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
২০০৩ সালের ১৯ সেপ্টেম্বর দালের মেহেন্দি ও তার ভাই শামশের মেহেন্দির বিরুদ্ধে অবৈধভাবে বিদেশে মানবপাচারের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছিল। তবে ২০১৭ সালে মারা যান শামশের। ওই সালেই আদালতে দুই ভাইয়ের বিরুদ্ধে এক মামলাও দায়ের করা হয়। ১৫ বছর পর, ২০১৮ সালে নিম্ন আদালত দালেরের বিরুদ্ধে দু’বছরের জেল হেফাজতের রায়দান করে। পাল্টা আবেদন করা হয় সঙ্গীতশিল্পীর তরফেও। সে সময় তার তরফে পাল্টা জামিনের আবেদন করা হলে তা মঞ্জুর করে আদালত। যদিও এ দিন সেশনস কোর্টও দালেরের যাবতীয় আবেদন খারিজ করে তাকেই অভিযুক্ত হিসেবে রায় দিয়েছে।
আরও পড়ুন- Bengali Tele Serial TRP: টেলিভিশনের সাপলুডো জারি এ সপ্তাহেও, জনপ্রিয়তার শীর্ষে 'ধুলোকণা'
নয়ের দশকে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন দালের ৷ গায়ক হিসেবে দেশবাসীর মনে স্বতন্ত্র জায়গাও করে নেন তিনি ৷ তাঁর একাধিক গান জনপ্রিয়তার শিখরে পৌঁছয় ৷ তবে ২০০৩ সালে তাঁর বিরুদ্ধে ওঠে মানবপাচারের অভিযোগ ৷ এরপর থেকেই তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়ে ৷ দালেরের আরেক ভাই গায়ক মিকা সিং-ও তাঁর আচরণের জন্য অতীতে সমালোচিত হয়েছেন৷