অবশেষে অপেক্ষার প্রহর গোনা শেষের পথে। বড় পর্দায় ডানা মেলতে চলেছে ‘পুষ্পা ২’। মুক্তির দিন চলতি বছরের ৫ ডিসেম্বর। এই ছবি নিয়ে দর্শকদের উন্মাদনা শুরু হয় সেই পুষ্পা রিলিজের পর থেকেই। আল্লু অর্জুন তাঁর আইকনিক চরিত্র পুষ্পা রাজের ভূমিকায় ফিরছেন। ছবির ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই বোঝা গিয়েছিল এই ছবির ঝাঁঝ। ট্রেলার মুক্তির মাত্র ১৫ ঘণ্টার মাথাতেই ভিউজ ছড়িয়েছিল ৪০ মিলিয়ন। মুক্তির আগে থেকেই কার্যত হিট ‘পুষ্পা ২’! মুক্তির ২ দিন আগেই Bookmyshow-তে পুষ্পা-২ এর টিকিট বিকিয়েছে প্রায় ১ মিলিয়ন। শুরুতেই ‘কালকি’, ‘বাহুবলী ২’ এবং KGF কে পিছনে ফেলে দিয়েছে এই ছবি। এই ছবি যে আগের ইতিহাস ভেঙে নয়া ইতিহাস লিখবে, তা নিয়ে প্রত্যাশী সিনে বিশেষজ্ঞরা। আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল' ২০২৪ সালের সবচেয়ে প্রতীক্ষিত ছবি গুলির মধ্যে একটি। ৮ এপ্রিল, আল্লু অর্জুনের জন্মদিনের দিনেই সামনে এসেছিল ‘পুষ্পা ২’ এর টিজার। সেই থেকেই অপেক্ষা আরও গাঢ় হয়েছে।
কোথাও কোথাও টিকিটের দাম ছাড়িয়েছে ২০০০ টাকা। মুম্বইতে ২৪০০ টাকাতেও বিকোচ্ছে পুষ্পা-২ এর টিকিট। উত্তর ভারতীয় বেল্টে ৪৫০০ টিরও বেশি স্ক্রিনে চলবে পুষ্পার হিন্দি সংস্করণ। সুতরাং বোঝাই যাচ্ছে, পুষ্পা ‘ফ্লাওয়ার নয় ফায়ার’। ছবির ডিউরেশন হতে চলেছে ৩ ঘণ্টা ১৫ মিনিট। এটি আল্লু অর্জুন অভিনীত দীর্ঘতম ভারতীয় চলচ্চিত্রগুলির একটি হবে বলে আশা করা হচ্ছে।
পুষ্পা: দ্য রাইজ দক্ষিণ ভারতীয় সিনেমার ইতিহাসে একটি মাইলফলক হয়ে উঠেছিল। আল্লু অর্জুন পুষ্পরাজের চরিত্রে অভিনয় করে ভক্তদের মন জয় করেন। তাঁর অনন্য স্টাইল, সংলাপ, এবং নাচের ভঙ্গিমা গত ৩ বছর ধরেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পুষ্পা ২ প্রথম সিনেমার গল্পের ধারাবাহিকতা বজায় রেখে শুরু হবে। পুষ্পরাজ এই কিস্তিতে আরও শক্তিশালীভাবে ফিরে আসবেন। টিজার অনুযায়ী, তিনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে গেছেন, এবং তাকে ঘিরে তৈরি হয়েছে রহস্যময় পরিবেশ। সিনেমার মূল আকর্ষণ হবে তার ক্ষমতার আরও বিস্তার এবং লাল চন্দন কাঠের পাচারচক্রের নিয়ন্ত্রণ নেওয়া। রশ্মিকা মন্দানা আবারও শ্রীভল্লী চরিত্রে ফিরে আসছেন। রশ্মিকা মন্দানা এবং আল্লু অর্জুনের রসায়ন নিয়েও অনেক চর্চা হয়েছে। তাঁদের পর্দায় দেখার জন্যও প্রহর গুনছেন দর্শকেরা।
এরমধ্যেই সুখবর, পুষ্পা-২ তেই থেমে থাকবে না রথ। ছবি মুক্তির আগেই নেটপাড়ায় জোর গুঞ্জন চলছিল, এই ছবির তৃতীয় সিক্যুয়েল আসা নিয়ে। এবার সেই খবরেই সিলমোহর দিলেন নির্মাতারা। শোনা যাচ্ছে, 'পুষ্পা ৩'-এর চমক হয়ে আসছেন অভিনেতা বিজয় দেবরকোন্ডা। এই ছবিতে নাকি খলনায়কের চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি। তাই পুষ্পা-২ পর্দায় আসার আগে একবার চটজলদি রিওয়াচ করে ফেলুন পুষ্পা।