চাতকের মতো অপেক্ষার দিন ফুরিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর, অবশেষে বড় পর্দায় ডানা মেলেছে পুষ্পা ২: দ্য রুল। বৃহস্পতিবার সকাল থেকেই ছবি ঘিরে দেশ জুড়ে হইহই কাণ্ড। প্রথম ছবির পর প্রায় তিনটে বছর অধীর আগ্রহে অপেক্ষা করতে হয়েছে দর্শকদের। আর তার রেশ দেখা গেল একদম প্রথম দিনেই। পুষ্পা ২ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছে।
ভারতের প্রথম দিনের আয়ের পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা, যার মধ্যে অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানায় ৮৫ কোটি, কর্ণাটকে ২০ কোটি, তামিলনাড়ুতে ১২ কোটি এবং কেরালায় ৮ কোটি টাকা আয় হয়েছে। বাকি রাজ্যগুলো থেকে আয় হয়েছে ৭৫ কোটি টাকা। আন্তর্জাতিক বাজারেও ছবিটি বেশ ভালো ফল করেছে, আনুমানিক আয় ৭০ কোটি টাকা। সব মিলিয়ে প্রথম দিনের মোট আয় দাঁড়িয়েছে ২৭০ কোটি টাকা, যা ভারতের ইতিহাসে অন্যতম বৃহৎ ওপেনিং হিসাবে বিবেচিত হচ্ছে।
পুষ্পা ২: দ্য রুল মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে বিশাল উন্মাদনা তৈরি হয়েছিল। এই সিনেমা মুক্তির আগে বিভিন্ন স্বত্ব বিক্রির মাধ্যমে প্রায় ১০০০ কোটি টাকার লক্ষ্মীলাভ হয়ে গিয়েছিল এই ছবির। সিনে বিশেষজ্ঞদের মতে দক্ষিণ ভারতীয় সিনেমার ক্ষেত্রে বিরল এক রেকর্ড। সিনেমার ট্রেলার এবং টিজারে আল্লু অর্জুনের ক্যারিশমা এবং অ্যাকশন দৃশ্যগুলো প্রশংসা কুড়িয়েছে। কাহিনী পুষ্পা রাজের শাসনকাল ও লাল চন্দন কাঠের অবৈধ বাণিজ্যের জটিলতার ওপর ভিত্তি করে নির্মিত, যা আগের ছবির কাহিনীর ধারাবাহিকতা বহন করবে।
বিশেষজ্ঞরা আশা করছেন, বক্স অফিসে এটি এসএস রাজামৌলির আরআরআর থেকেও বেশি ব্যবসায়িক সফলতা পেতে পারে। শুধু তাই নয়, পুষ্পা ২-এর প্রিমিয়ার থেকেই এই ছবি নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। প্রচুর ভক্তের ভিড়ের চাপে এক মহিলার মৃত্যু হয়েছে এবং তার ছেলে সহ আরও দুইজন গুরুতর আহত হয়েছে বলে খবর। মূলত অল্লু অর্জুনের উপস্থিতির খবর জানার পর ভক্তদের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়। আহতদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে একজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।