অপেক্ষার প্রহর গুণতে শুরু করে দিয়েছে গোটা দেশ। আসছে ‘পুষ্পা ২’। বুধবার মুক্তি পেল ‘পুষ্পা ২’-এর দ্বিতীয় গান। ছবির প্রথম গান ছিল, পুষ্পাকে নিয়ে। তবে দ্বিতীয় গান একটি কাপল সং। যেখানে আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্না জমিয়ে দিয়েছেন ডান্স ফ্লোর। এই গানের নাম ‘অঙ্গারন’। “আগুনের মতো ঝলমল সে যে আমার স্বামী…” গানের কথা খানিক এমনই। চলচ্চিত্রের সেট থেকে একাধিক BTS দৃশ্যে সাজানো হয়েছে গান।
Shah Rukh Khan-King: কিং-এর পরবর্তী ছবি 'কিং'? অজান্তেই আগামী ছবির ঘোষণা করলেন শাহরুখ?
গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল, লিখেছেন রাকিব আলম এবং সুর দিয়েছেন দেবী শ্রী প্রসাদ। আগের ছবির ‘সামি সামি’ গানের ধারাবাহিকতা বজায় রেখে এই গানেও প্রাধান্য পেয়েছে ‘স্বামী’ শব্দটি। বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার গণেশ আচার্য রশ্মিকা আল্লুর নাচের স্টেপ সাজিয়েছেন। তেলুগু, তামিল, হিন্দি, কন্নড়, মালয়ালম ভাষার পাশাপাশি গানের বাংলা ভার্সানও প্রকাশ্যে এসেছে।