সিনেপ্রেমীদের জন্য খারাপ খবর । বড় সিদ্ধান্ত নিল পিভিআর-আইনক্স । আগামী ৬ মাসের মধ্যে মোট ৫০টি সিনেমার স্ক্রিন বন্ধ করে দিতে চলেছে কোম্পানি । সেরকমই পরিকল্পনার কথা জানানো হয়েছে সংস্থার তরফে । কোম্পানির তরফে জানানো হয়েছে, সম্পত্তিগুলি মূলত লোকসানে চলছিল । যেগুলি আর পুনরুদ্ধারের আশা নেই সেরকম স্ক্রিনই বন্ধ করে দেওয়া হচ্ছে ।
সংস্থাটি আরও জানিয়েছে,২০২২-২০২৩ অর্থবর্ষে পিভিআর (৯৭ স্ক্রিন)-আইনক্সের (৭১ স্ক্রিন) মধ্যে ১৬৮টি স্ক্রিন এবং এই অর্থবর্ষের চতুর্থ পর্যায়ে পিভিআর (৫৩ স্ক্রিন) এবং আইনক্স (২৬ স্ক্রিন) এর মধ্যে ৭৯টি স্ক্রিন যুক্ত করেছে।
পিভিআর আইনক্সের তরফে জানানো হয়েছে, ৩১ মার্চ, ২০২৩-এ শেষ হওয়া চতুর্থ ত্রৈমাসিকে মোট ক্ষতির পরিমাণ ছি-ল ৩৩৩.৯৯ কোটি ।