ভারতকে ফের গর্বিত করলেন আর মাধবনের ছেলে । সম্প্রতি, মালয়েশিয়া ইনভেটশনাল এজ গ্রুপ সুইমিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে ৫টি সোনার পদক জিতেছেন বেদান্ত । সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন মাধবন নিজেই । সেইসঙ্গে মেডেল পরা বেদান্তের ছবিও শেয়ার করেছেন । বেদান্তের এই কৃতিত্বে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড ।
সম্প্রতি, সাঁতার চ্যাম্পিয়নশিপের ছবি শেয়ার করেছেন মাধবন । ছবিতে বেদান্তকে ভারতীয় পতাকা এবং সোনার পদক নিয়ে পোজ দিতে দেখা গিয়েছে । একটি ছবিতে বেদান্তের সঙ্গে রয়েছেন মাধবনের স্ত্রী সরিতা বিরজেও । ক্যাপশনে অভিনেতা লেখেন, "ঈশ্বরের কৃপায় এবং আপনাদের সমস্ত শুভকামনাকে পাথেয় করে বেদান্ত এই সপ্তাহের শেষে মালয়েশিয়া ইনভেটশনাল এজ গ্রুপ সুইমিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে ৫টি সোনার (৫০মিটার, ১০০মিটার, ২০০মিটার, ৪০০মিটার এবং ১৫০০মিটার) পেয়েছে। উচ্ছ্বসিত এবং কৃতজ্ঞ। ধন্যবাদ প্রদীপ স্যার।"
বেদান্তের কৃতিত্বে গর্বিত গোটা দেশ । তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তারকারা । সেই তালিকায় রয়েছেন লারা দত্ত,দক্ষিণী অভিনেতা সূর্য, অনুষ্কা শর্মারা । উল্লেখ্য, গত বছর ড্যানিশ ওপেনে স্বর্ণপদক জিতেছিলেন বেদান্ত ।