শত ব্যস্ততার মধ্যেও পরিবারকে সময় দিতে ভোলেন না রাজ-শুভশ্রী (Raj Chakraborty Subhashree Ganguly)। ঠিক সময় করে ঘুরতে চলে যান দেশে বিদেশে। এবার রথযাত্রার সময় ইউভানকে (Yuvaan) নিয়ে পাড়ি দিয়েছেন মার্কিন মুলুকে। এখন তাঁরা রয়েছেন জামাইকায়। সেখান থেকেই সমুদ্রে জলকেলির ছবি পোস্ট করেছেন শুভশ্রী।
'হাবজি গাবজি'-র সাফল্যের পরেই ছুটি কাটাতে বিদেশে পাড়ি দিয়েছেন এই জুটি। এরপরেই জামাইকা উড়ে গিয়েছেন তাঁরা। সমুদ্র সৈকতের বালির ওপর বসে খেলনা নিয়ে ব্যস্ত ইউভান। আর কখনও বন্ধুদের সঙ্গে, কখনও আবার একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন রাজ-শুভশ্রী। নোনা জলে গা ভিজিয়ে ইউভানকে কোলে নিয়ে মিষ্টি ছবিও ভক্তদের জন্য শেয়ার করেছেন শুভশ্রী।
Lucky Ali: পৈতৃক জমি জবরদখল, সরকারি পদক্ষেপ না হলে দেশ ছাড়ার হুমকি লাকি আলির