প্রয়াত প্রবাদপ্রতিম পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar passed away)। তাঁর একাধিক ছবিতে রবীন্দ্র সঙ্গীতের ব্যবহার করেছিলেন তিনি। ছবির মুড অনুযায়ী রবীন্দ্রসঙ্গীতের (Rabindra Sangeet in Tarun Majumdar films) ব্যবহারে অসামান্য দক্ষ ছিলেন তিনি। ‘দাদার কীর্তি’, ‘ভালোবাসা ভালোবাসা’, ‘আলো’, ‘চাঁদের বাড়ি’, ‘ভালোবাসার বাড়ি’ প্রভৃতি ছবিতে তিনি একের পর এক রবীন্দ্রসঙ্গীতের উপযুক্ত প্রয়োগ ঘটিয়েছিলেন। “এই করেছ ভালো”, “চরণও ধরিতে”, “বধু কোন আলো”, “মম চিত্তে নিতি নৃত্যে”, “হার মানা হার” প্রভৃতি গান ছবির আলোকে অন্যরূপ দান করেছে। এমনকি সাসপেন্স ধর্মী ছবি ‘কুহেলি’-তে ব্যবহার করেছিলেন “তুমি রবে নীরবে”।
আরও পড়ুন: সত্যজিৎ-ঋত্বিক-মৃণালদের দাপটেও অক্ষুণ্ণ ছিল তরুণ মজুমদারের গল্প বলার সহজ ধরন
‘নিমন্ত্রণ’ ছবিতে কণিকা বন্দ্যোপাধ্যায় গাইলেন “দূরে কোথায় দূরে দূরে”, তরুণবাবু (Tarun Majumdar) জীবনের বিশাল পটভূমিতে এই গানটিকে বুনে দিলেন। ‘ভালোবাসার বাড়ি’তে ব্যবহার করলেন “ফাগুন হাওয়ায় হাওয়ায়”, জীবনের আনন্দ ছন্দ স্পর্শকে একসূত্রে মিলিয়ে দিল এই গান। ‘আলো’ তে শুনতে পেলাম “শ্রাবণের ধারার মতো"।