বড় পর্দায় এক সময়ে প্রসেনজিৎথেকে দেব, সবার বিপরীতেই দাপিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ছোট পর্দায় দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকা হিসেবে তার জনপ্রিয়তা ছাপিয়ে গিয়েছে সবকিছুকে। সেই দিদি নম্বর ওয়ান বন্ধ হওয়ার মুখে?
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ একটি প্রচার ঝলকের মাধ্যমে জানিয়েছেন, শেষ হয়ে যাচ্ছে এত বছর ধরে চলতে থাকা সেই শো। কিন্তু এত জনপ্রিয় শো হঠাৎ বন্ধ হচ্ছে কেন? আসল ব্যাপার হল, রিয়্যালিটি শো-এর সিজন আট শেষ হচ্ছে। নতুন বছরে নতুন সিজন আনছেন রচনা। ১৪ ফেব্রুয়ারি থেকে চেনা সময়েই দেখা যাবে জনপ্রিয় টিভি শোটি।
আগের সিজনের মতোই তাঁকে ঘিরে থাকবেন হার না মানা দিদিরা। হয়তো নতুন খেলার সংযোজন হবে সিজন ৯-এ। ২০১০-এ প্রথম জি বাংলা দর্শকদের উপহার দিয়েছিল নতুন ধারার এই রিয়্যালিটি শো।