নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee), দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাও চলে তাঁর। এই খবর ছড়িয়ে পড়তেই , শুরু জল্পনা। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি লোকসভা ভোটের আগে রাজনীতিতে নামতে চলেছেন ‘দিদি নং ওয়ান’?
Sumit Nagal: পরের ম্যাচ জিতলেই মুখোমুখি আলকারাজ, এখনই ভাবতে নারাজ সুমিত
যদিও, সমস্ত জল্পনায় জল ঢেলে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দিদি নাম্বার ওয়ান নিয়ে কথা বলতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তবে, রচনার রাজনীতিতে নামার জল্পনা নতুন নয়। এর আগের লোকসভা নির্বাচনের সময় একগুচ্ছ তারকা যোগ দিয়েছিলেন রাজনীতিতে, শোনা গিয়েছিল রচনাও নাকি তৃণমূলে যোগ দিয়েছেন। তবে, বেশ কিছু সরকারি অনুষ্ঠানে দেখা গেলেও সক্রিয় রাজনীতিতে কোনওদিনই আসেননি রচনা।