'দিদি নং ওয়ান' ছাড়া রচনা বন্দ্যোপাধ্যায় ! ভাবাই যায় না । দশ বছর ধরে তিনি জি বাংলার এই জনপ্রিয় শো সঞ্চালনা করছেন । তবে, সম্প্রতি সবাইকে চমকে দিয়ে রাজনীতিতে পা দিয়েছেন রচনা । হুগলি থেকে তৃণমূলের টিকিটে লড়বেন । আর তারপর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে, এবার কি দিদি নং ওয়ান-কে বিদায় জানাবেন রচনা ? সম্প্রতি, এই বিষয়ে মুখ খুলেছেন তিনি ।
সংবাদমাধ্যমকে রচনা জানিয়েছেন, হুগলিতে প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন তিনি । ফলে শুটিংয়ে সমস্যা হবে । কিন্তু, শো ছাড়ছেন না । রাজনীতির সঙ্গে সঞ্চালনার দায়িত্বও পালন করবেন সমানভাবে । প্রচারের ফাঁকেই শুটিং করবেন । বেশিরভাগ শুটিং রাত্রিবেলাই করবেন বলে জানিয়েছেন ।
লোকসভা ভোটে রচনাকে প্রার্থী করা নিঃসন্দেহে তৃণমূলের বড় চমক । হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়বেন রচনা । কিন্তু, রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না তাঁর কাছে । রচনা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একমাস ধরে আলোচনা হয়েছিল । খুব কনফিউসড ছিলেন । তবে, শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য়ই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন ।
কিন্তু, মায়ের এই সিদ্ধান্তে কি খুশি প্রণীল ? তাঁর ছেলে এই সিদ্ধান্তে মোটেও খুশি নয় । প্রণীলের প্রশ্ন, মা কি তাকে ছেড়ে চলে যাবে ? রচনা ছেলেকে জানিয়েছেন, তাঁকে হুগলিতে গিয়ে থাকতে হবে । কিন্তু, সবসময় মা-কে পাশে পাবে প্রণীল ।