পাশের ফ্লোরেই দিনভর তাঁর দিদি নম্বর ওয়ানের (Didi Number 1) শুটিং চলে। আরেকদিকে সারেগামাপা (Saregamapa) (Rachana Banerjee)। গান শুনে নিজেকে আর সামলাতে পারলেন না রচনা। বলা নেই কওয়া নেই সটান ঢুকে পড়লেন শুটিং ফ্লোরে। সেলফি তুললেন আবীর চট্টোপাধায়ের (Abir Chatterjee) সঙ্গে। কেন তাঁকে ডাকা হয়না, সেই নিয়ে খানিক অনুযোগও করলেন। তারপর ছিল আসল চমক।
বিচারকদের অনুরোধ ফেরাতে পারলেন না রচনা। গান গাইলেন। রচনার সঙ্গে গলা মেলালেন রাঘব-মনোময়রা। পেশায় অভিনেত্রী হলে কী হবে, গানটাও যে রচনার প্যাশন, তা ভালোই বোঝা গেল। সব মিলিয়ে টেলিভিশনের দিদি-র এই দারুণ চমকে বেশ খুশি দর্শকরা।