রচনা বন্দ্যোপাধ্যায়, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং দারুণ জনপ্রিয় টিভি সঞ্চালক। দিদি নম্বর ১-এর দৌলতে রচনা এখন বাংলার ঘরে ঘরে অতি পরিচিত একটি নাম। সেই রচনা এবার অফুরান ভালোবাসা পেলেন আকাশপথে।
ব্যাপার কী? ইন্ডিগোর বিমানে কলকাতা থেকে জয়পুর যাচ্ছিলেন রচনা। সেখানেই বিমান সেবিকারা রচনাকে দেখেই চিনতে পারলেন। ভালোবাসায় ভরিয়ে দিলেন অভিনেত্রীকে। বিমান থেকে নামার আগে রচনার জন্য একটা মিষ্টি মেসেজও লিখে দিলেন তাঁরা, জানান তাঁদের কাছে রচনা বন্দ্যোপাধ্যায় একটা অনুপ্রেরণার নাম। এমন উষ্ণ আপ্যায়নে আপ্লুত রচনা।
Kolkata Police: প্রবীণদের জন্য স্মার্ট কার্ড চালু করল পুলিশ, পাওয়া যাবে বিশেষ সুবিধা
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি, মিষ্টি মেসেজ, আর বিমান সেবিকাদের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।