হুগলি আসনে বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের টিকিটে লড়ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবার রচনার প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্রকে প্রার্থী করল বিজেপি। ওড়িশার দিগাপাহান্ডি বিধানসভায় পদ্মফুল প্রতীকে লড়াই করবেন তিনি।
ওড়িয়া সিনেমার জনপ্রিয় নায়ক সিদ্ধান্ত গত বৃহস্পতিবার যোগ দিয়েছেন বিজেপিতে৷ রচনা রাজনীতিতে নবাগত হলেও তিনি তা নন। এর আগে বিজু জনতা দলের টিকিটে ব্রহ্মপুর আসন থেকে সাংসদ হয়েছিলেন তিনি। প্রথমে মনে করা হয়েছিল ওই লোকসভা আসনেই তাঁকে প্রার্থী করবে বিজেপি। শেষ পর্যন্ত ব্রহ্মপুর লোকসভার অর্ন্তগত একটি বিধানসভাতেই তিনি টিকিট পেলেন।
সিদ্ধান্ত ওড়িয়া সিনেমার সুপারস্টার। রচনাও বাংলার পাশাপাশি ওড়িয়া ছবিতে অভিনয় করেছেন। সেই সূত্রেই তাঁদের প্রেম ও বিয়ে। পরে অবশ্য বিচ্ছেদ হয়ে যায় রচনা ও সিদ্ধান্তের।