আরজি কর কাণ্ডে উত্তাল গোটা বাংলা। কিন্তু ঘটনার ৫/৬ দিন পেরিয়ে যাওয়ার পরেও চুপ ছিলেন তৃণমূল কংগ্রেসের সমস্ত মহিলা সাংসদেরা। সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মাল্য, শতাব্দী রায়দের ছবি দিয়ে পোস্টার পড়েছিল ‘লাপাতা লেডিস’ নামে। অবশেষে নীরবতা ভেঙে প্রকাশ্যে এলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
স্বাধীনতা দিবসে প্রকাশ্যে এল রচনার একটি ভিডিয়ো। সেখানেই তিনি প্রশ্ন তোলেন সত্যিই কি নারীরা স্বাধীন? তাঁরা কি স্বাধীন ভাবে ঘুরতে পারছেন? ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় 'দিদি নম্বর ১'এর চোখে জল। পুরো ভিডিয়োটির অংশ বিশেষ ভাইরাল হয়েছে। সেখানে হুগলীর সাংসদকে বলতে শোনা গিয়েছে, কেন মেয়েদের রাস্তায় বেরোলে ঠিক মত ফেরা নিয়ে ভয় পেতে হয়, কেন মাথা উঁচু করে বাঁচা এত কঠিন মেয়েদের পক্ষে'।
ভিডিয়ো ভাইরাল হলেও রচনার বার্তা সমালোচিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আরজি করের নৃশংস ঘটনা ঘটে যাওয়ার এত দিন পর কেন প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী সাংসদ, সেই নিয়ে প্রশ্ন উঠছে বারবার।
ঘাসফুল শিবিরের ঘনিষ্ঠদের মধ্যে যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে অবশ্য আরজি কর কাণ্ডে প্রতিবাদ করতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছাড়াও ১৪ অগাস্ট রাতে 'মেয়েদের রাত দখল' কর্মসূচিতে অ্যাকাডেমিতে স্লোগান দিতেও দেখা গিয়েছে তাঁকে।