গত ১৩ই মে এনগেজড হয়েছেন রাঘব চড্ডা এবং পরিণীতি চোপড়া। আম আদমি পার্টির সাংসদের সঙ্গে দিল্লির কপূরথালা হাউসে ধূমধাম করে বাগদান সেরেছিলেন নায়িকা। এবার শুরু হচ্ছে বিয়ের তোড়জোড়। শোনা যাচ্ছে, চলতি বছরের অক্টোবরেই চার হাত এক হবে রাঘব পরিণীতির। রাজস্থানের এক বিলাসবহুল প্রাসাদ বা হোটেলে সাত পাক ঘুরবেন তাঁরা, এবং প্রায় তিন শহরে বসবে রিসেপশনের আসর।
Kajol: পাঠান কি সত্যিই ১১০০ কেটি টাকার ব্যবসা করেছে? বন্ধু শাহরুখের সততায় সংশয়ী কাজল
এমন খবরও শোনা যাচ্ছে, গুরুগ্রামের ‘দ্য লীলা অ্যাম্বিয়েন্স’ হোটেলে রিসেপশন পার্টির মেনু চূড়ান্ত করতে গিয়েছিলেন নায়িকা এবং তাঁর মা। জানা যাচ্ছে, দিল্লি, মুম্বই , চন্ডিগড় বিভিন্ন শহরে বিয়ের পর এলাহী পার্টির আয়োজন করবেন এই তারকা জুটি।