হাতের অনামিকায় আংটি দেখে পাপারাৎজিরা বলছেন, রাঘব চড্ডার সঙ্গে বাগদান হয়েই গিয়েছে। কেউ আবার বলেন, আগামী ১৩ মে বাগদান। এরই মাঝে মোহলি-তে একসঙ্গে আইপিএল ম্যাচ দেখতে এলেন রাঘব-পরিনীতি।
মুম্বই-পাঞ্জাব ম্যাচ বেশ উপভোগ করলেন জুটিতে। স্টেডিয়ামে দুজনের ছবি তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জীবনের পার্টনারশিপে নতুন ইনিংস শুরু হচ্ছে খুব শিগগির, তার আগেই ২২ গজের উত্তাপ ছড়াল হবু মিয়াঁ বিবির মনে।
Ajay Banga: প্রথম ভারতীয় বংশোদ্ভূত বিশ্ব ব্যাঙ্ক প্রেসিডেন্ট হচ্ছেন অজয় বঙ্গা
বিগত দেড় মাসে ডেট-ডিনার ডেট, বিমান বন্দরে বারবার একসঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রী পরিনীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চড্ডাকে। পাপারাৎজিদের প্রথম প্রথম এড়িয়ে গেলেন হবু বর কনে। পরে অবশ্য অভিনেত্রীর লাজুক হাসিই বলে দিয়েছে সব।