শনিবার দিল্লির কপূরথালা হাউজে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে বাগদান সেরেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা । রূপকথার মতো বাগদানের ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে । এবার এনগেজমেন্টের অন্দরের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । যেখানে রাঘব-পরিণীতির রোম্যান্টিক মুহূর্ত ফ্রেমবন্দী হয়েছে । যা মন কেড়ে নিয়েছে অনুরাগীদের ।
তখন তাঁরা সদ্য এনগেজড । কেক কাটবেন । লাইভ পারফর্ম চলছিল । ভিডিওতে দেখা যাচ্ছে, পরিণীতি তাঁর বাহুডোরে আগলে রেখেছেন রাঘবকে । তখন চলছে 'মাহি ম্যানু ছাডিয়ো না' গানটি । রাঘবের দিকে তাকিয়ে পরিণীতিও গাইলেন । তারপর রাঘবকে আগলে নাচতে দেখা গিয়েছে নায়িকাকে । আর তখনই পরিণীতির গালে চুম্বন এঁকে দিলেন রাঘব চাড্ডা । শেষে একে অপরকে জড়িয়ে ধরেন দু'জনে ।
ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই নেটমাধ্যমে তুমুল ভাইরাল হচ্ছে । নতুন জুটিকে সবাই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন । কেউ বলেছেন, 'খুব সুন্দর', কেউ আবার রাঘবকে 'লাজুক' বলে সম্বোধন করেছে ।