রাঘব-পরিণীতি চোপড়ার রিসেপশন হচ্ছে না? শোনা যাচ্ছে, তাঁর নতুন সিনেমার রিলিজ যেহেতু সামনেই, সেই কারণেই আপাতত রিসেপশনের আয়োজনে মন দিতে নারাজ তিনি।
আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে উদয়পুরে রবিবার পাঞ্জাবি রীতি মেনে রাজকীয়ভাবে বিয়ে হয়েছে বলিউড অভিনেত্রীর। পরের দিনই দিল্লিতে ফিরে গিয়েছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। শোনা গিয়েছিল, আগামী ৩০ সেপ্টেম্বর চণ্ডীগড়ে রিসেপশনের জমকালো আয়োজন করেছিলেন পাত্র পক্ষ। দিল্লিতে তাঁর রাজনৈতিক সতীর্থদের জন্যও রাঘব পার্টির আয়োজন করতে পারেন বলেই শোনা গিয়েছিল।
Raghav Chadha-Kejriwal: পঞ্জাব ও দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে ঢোলের তালে নাচলেন রাঘব, ভিডিয়ো দেখেছেন?
আপাতত কিন্তু জানা যাচ্ছে, চণ্ডীগড় বা দিল্লি- কোথাও রাঘব-পরিণীতির রিসেপশন হচ্ছে না। মুম্বইতে বন্ধুদের জন্য পরিণীতি পার্টি দিতে পারেন ঠিকই, তবে সেটাও অক্টোবরের ৪ তারিখে নয়।
তাহলে রাগনীতির কবে? নাকি আদৌ হবেই না? উত্তর পেতে অপেক্ষা করতে হবে অনুরাগীদের।