হাতের অনামিকায় আংটি দেখে পাপারাৎজিরা বলছেন, বাগদান হয়েই গিয়েছে। সে খবর মিথ্যে নয়। ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, রাঘব চড্ডা-পরিনীতি চোপড়ার রোকা হয়ে গিয়েছে। রইল পড়ে বিয়ে, সেটারও আর দেরি নেই। আগামী অক্টোবরে সাত পাকে বাঁধা পড়ছেন দুজন।
মনীশ মালহোত্রার বাড়িতে দু'দুবার দেখা গিয়েছে হবু কনেকে। শুধু নিজেদের বিয়ের দিনটাই এতদিন খোলসা করে বলেননি রাঘব চড্ডা, পরিনীতি চোপড়া।
অক্টোবরে নাকি দেশে থাকবেন পরিনীতির দিদি প্রিয়াঙ্কাও। সেই সময়েই বসবে বিয়ের আসর।
লাঞ্চ ডেট-ডিনার ডেটের পর দিল্লি বিমান বন্দর, বারবার একসঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রী পরিনীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চড্ডাকে। তখন থেকেই দুজনের সম্পর্কের জল্পনা গাঢ় হয়েছে।