গত একবছর ধরে ক্রমশ সহজ হচ্ছিল সম্পর্ক, কাছে আসছিলেন টলি পাড়ার এক সময়ের হিট জুটি রাহুল-প্রিয়াঙ্কা। হাজার মান-অভিমান-দূরত্ব পেরিয়ে খুব শিগগির ফের এক ছাদের তলায় থাকা শুরু করছেন তাঁরা।
আদালতে ২০১৮ থেকে চলা বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন তাঁরা। বাবা-মা আবার একসঙ্গে থাকবে শুনে খুশি, রাহুল-প্রিয়াঙ্কার একমাত্র ছেলে সহজ।
'চিরদিনই তুমি যে আমার' খ্যাত জুটি রাহুল প্রিয়াঙ্কার (Rahul-Priyanka)জুটি রিল থেকে রিয়ালে গড়িয়েছিল, বিয়ে হয়েছিল, সন্তানের বাবা-মা হয়ে সংসার করছিলেন দুজন, তারপর বিচ্ছেদ, এখন সেই শুরুর দিকের মেঘ কেটে যেন নতুন সূর্য উঠল আবার।