সম্প্রতি অভিনেতা জানিয়েছেন, সত্যান্বেষী ব্যোমকেশ (Byomkesh Bakshi) বক্সির চরিত্রে বড় পর্দায় দেখা যাবে তাঁকে। দেবের নতুন প্রোজেক্ট নিয়ে অভিনন্দনের বন্যা সোশ্যাল মিডিয়ায়। কিন্তু একেবারে অন্য সুর টলিপাড়ার আরেক অভিনেতার গলায়। ব্যোমকেশের চরিত্রে দেব (Dev), বাঙালির কাছে এ এক হাসির খোরাক, এমনটাই মনে করছেন রাহুল (Rahul Banerjee)। সরাসরি ফেসবুকে পোস্ট করেই তা জানিয়েছেন রাহুল।
বোঝাই যাচ্ছে, সত্যান্বেষীর চরিত্রে দেবকে মেনে নিতে পারছেন না রাহুল। এর আগে নানা পরিচালকের পরিচালনায় ব্যোমকেশের চরিত্রে বাংলা ছবিতে দেখা গিয়েছে উত্তম কুমার থেকে শুরু করে আবীর চট্টোপাধ্যায়-অনির্বাণ ভট্টাচার্য- যীশু সেনগুপ্তকে। দিনকয়েক আগেই ঘোষিত হয়েছে বিরসা দাসগুপ্তের নতুন ছবি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'দুর্গ রহস্য' অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমা, সেখানেই ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে দেবকে।
Saregamapa Finale : 'সারেগামাপা'-এ যুগ্মভাবে প্রথম পদ্মপলাশ ও অস্মিতা, দ্বিতীয় ও তৃতীয় হলেন কারা ?
প্রসঙ্গত, অঞ্জন দত্ত এবং অরিন্দম শীল পরিচালিত ব্যোমকেশের ছবিতে এর আগে দুবার অজিতের চরিত্রে দেখা গিয়েছে রাহুলকে।