বিশ্বকর্মা আর মালার গল্প। ছবি 'নেগেটিভ'-এর জন্য প্রথমবার পর্দায় রাহুল-দেবলীনা। এক ফটোগ্রাফারের শিল্পীজীবন নিয়ে ছবি। পর্দায় ফুটে উঠবে শিল্পী জীবনবের স্ট্রাগল।
বড় মানের কাজ বিশ্বকর্মার কপালে নেই, মৃত মানুষের ছবি তোলার বায়নাই আসে। অভাব-অনটনের মাঝেও বিশ্বকর্মার প্রতি কী এক টান স্ত্রী মালার।
Subhashree Ganguly: 'পরিণীতা'র পর আবারও এক ছবিতে ঋত্বিক- শুভশ্রী! আছেন মহাগুরুও
সদ্য শেষ হল শ্যুটিং। 'নেগেটিভ'এ ডবল রোল রাহুলের, অভিনয় করা অভিনেতা হিসেবে খুব চ্যালেঞ্জিং ছিল বলে নিজেই জানিয়েছেন রাহুল। একই ছবিতে বাবা-এবং ছেলে দুই-এর চরিত্রেই রাহুল।