প্রথমে একসঙ্গে দারুণ হিট ছবি, তারপর প্রেম, বিয়ে। সন্তান জন্মানোর বছর কয়েকের মধ্যেই বিচ্ছেদ। ছয় বছর পর আবার এক ছাদের তলায় থাকছেন টলিপাড়ার তারকা দম্পতি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। একটার পর একটা সম্পর্ক ভাঙার মাঝে এমন জোড়া লাগার গল্প নিঃসন্দেহে আনন্দের। এত বছর পর একসঙ্গে পুজো কাটিয়ে কেমন লাগছে সহজ-এর বাবা মায়ের।
সম্প্রতি প্রিয়াঙ্কা এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তেরো বছর বয়স থেকে রাহুলকে চেনেন, তারপর থেকে জীবনের প্রতি পর্যায়ে বন্ধু হিসেবে রাহুলকে পেয়েছেন। দাম্পত্য তেমন মসৃণ কাটেনি, তবে তাঁর নিজেরও বেশ কিছু ভুল বুঝতে পেরেছেন অভিনেত্রী, তাই রাহুলকে আরও একবার সুযোগ দিতে চান।
Science Of Love: 'ভালবাসার তুমি কী জান'? ভালবাসলে নাকি জিনেও আসে বদল! বলছে আধুনিক গবেষণা
সামনেই মুক্তি পাবে অঙ্কুশ এবং প্রিয়াঙ্কা অভিনীত ছবি 'কুরবান'।