সুচিত্রা সেনের নাতনি হিসেবে যার প্রথম পরিচিতি, বাংলা ইন্ডাস্ট্রিতে টিকে থাকা তার জন্য নিশ্চয়ই খুব সহজ? নাহ, ততোটা নয়। কিন্তু রাইমা সেটা সহজ করেছেন নিজের প্রতিভা দিয়ে। আজ অভিনেত্রীর ৪৩ বছরের জন্মদিন (Raima Sen's Birthday)।
শুরুতা বাণিজ্যিক ছবি দিয়ে হলেও কেরিয়ারের শুরুতেই ছবি বাছাই নিয়ে বেশ খুঁতখুঁতে ছিলেন মুনমুন কন্যা। হাতে গোনা বাণিজ্যিক ছবির পরই সরে আসেন, একটু অন্য ধারার ছবিতে।
Rituparna Sengupta Birthday: একান্নয় ঋতুপর্ণা! হাফ সেঞ্চুরি পার করেও টলিউডের রানি তিনিই
ঋতুপর্ণ ঘোষ, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, এই সময়কার প্রথম সারির প্রায় সব পরিচালকেরই পছন্দের অভিনেত্রী রাইমা। অন্যধারার ছবিতে বরাবর হিট তিনি। সংলাপ না বলেও চোখ দিয়েই অনেক কিছু বলে দেন রাইমা।
চোখের বালি, নৌকোডুবি, ২২ এ শ্রাবণ, বাস্তুশাপ, কেয়ার অফ স্যার, মেমরিজ ইন মার্চ, দ্বিতীয় পুরুষ, অনুরণন, একের পর এক ছবিতে রাইমার অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে।