মা হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। মাতৃত্বকালে তাঁর দিক থেকে চোখ ফেরানো দায়। মহা সপ্তমীর দিন ইউভান আর রাজের সঙ্গেই কাছাকছি বেরিয়েছিলেন হবু মা। ঘিয়ে রঙা সিল্কের কুর্তির সঙ্গে তিনি পেয়ার করেছিলেন সাদা লেগিন্স সঙ্গে অরগান্জা ওড়না। রাজ সেজেছিলেন তুঁতে পাঞ্জাবিতে। তবে সাজগোজে মা বাবাকেও টেক্কা দিয়েছে খুদে ইউভান। পাঞ্জাবি আর ডেনিমে পুজোর সাজে মণ্ডপে ঢাকও বাজিয়েছে সে।
এই সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।ক্রমেই এগিয়ে আসছে ডেলিভারির দিন। তাই দৌড় ঝাঁপের প্রশ্নই নেই এবার। তাই শুভশ্রী নিজের মতো করেই মজা করে নিচ্ছেন। কখনও ক্যাপ বন্দুক ফটিকয়ে কখনও আবার ইউভানের সঙ্গে খুনসুটি করে।