টলিপাড়ার সবচেয়ে আলোচ্য কাপল, যেন মেড ফর ইচ আদার। শুভশ্রীর জন্মদিনটা বরাবরই স্পেশাল করে তোলেন স্বামী রাজ। এবারেও তার অন্যথা হল না। শুভশ্রীর জন্মদিনের শুরুটাই হল একাধিক কেক কেটে।
কোনওটা রেড ভেলভেট, কোনওটা আবার চকোলেট। নানা ফ্লেভারের কেকের ব্যবস্থা তো ছিলই। স্ত্রী-এর জন্মদিনে একগুচ্ছ ফুল দিয়েও সাজানো হয়েছিল টেবিল। অভিনেত্রীর পাশেই সোফাই বসে জন্মদিনের সব আয়োজন তদারকি করল তার একরত্তি পোষ্যটি।
কেক কাটিং এর পর চলল রাজকীয় উদযাপন। রাজ স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেও শুভশ্রী রাজের দিকে ছুঁড়ে দিলেন চুম্বন। সব মিলিয়ে পিকচার পারফেক্ট সেলিব্রেশন।