ছবি দেখে ভয় বাড়ছে। অভিভাবকদেরও, আবার শিশুদেরও। ভয়ে মোবাইল থেকে গেম ডিলিট করে ফেলছে সবাই। কোন ছবি? না, 'হাবজি গাবজি' (Habji Gabji)। সপ্তাহ দুয়েক আগে হলে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) ছবিটি। বাংলাজুড়ে রমরমিয়ে চলছে সেই ছবি। দর্শক ভয় পাচ্ছেন, এটুকু জেনেই খুশি পরিচালক।
মোবাইল গেমের আসক্তি নিয়েই এগিয়েছে ছবির গল্প। অভিনয়ে পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী, সামন্তক দ্যুতি। সবুজ মাঠের বিকল্প হয়ে উঠছে মোবাইল। হাতে পায়ে ধুলো বালি মাখা বিকেল নেই, আছে শুধু মোবাইল গেম। এরকমই এক প্রজন্ম, তাঁদের যাপনের ভয়াবহতার গল্প বলে 'হাবজি গাবজি'। আর সেই ছবি দেখতে গিয়ে 'ভয়' পাচ্ছেন দর্শক। ভয়ে মোবাইলের গেম মুছে ফেলছেন বাচ্চা থেকে বুড়োরা। আর সেটাই সিনেমার সার্থকতা। মনে করছেন রাজ নিজেই।
কেমন ফিডব্যাক হলফেরত দর্শকদের? এমন ছবি কেন বানালেন, যা দেখে ভয় করছে, কেউ কেউ রীতিমতো অনুযোগ করছেন পরিচালকের কাছে। যত বেশি অভিযোগ অনুযোগ, রাজ ততোই খুশি।