টলিউডের একাধিক অভিনেতা-পরিচালক-ই হাত পাকাচ্ছেন হিন্দি ওয়েব সিরিজে (Hindi Web Series)। এবার সেই তালিকায় যোগ হতে পারে পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) নাম। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, ওয়েব সিরিজের পরিচালনায় রাজের মুম্বই যাওয়া চূড়ান্ত হয়েছে।
রাজ যদিও নিজে এ ব্যাপারে কিছুই ঘোষণা করেননি আনুষ্ঠানিক ভাবে। তবে, টলিপাড়ায় এমনই কানাঘুষো ।
আগামী জানুয়ারি থেকেই নাকি শুরু হচ্ছে ওয়েব সিরিজের শুটিং। আর তাতে নায়িকার চরিত্রে দেখা যেতে পারে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে। ডিজনি হটস্টারে (Disney Plus Hotstar) দেখানো হবে রাজের ওয়েব সিরিজটি।
Ranbir-Deepika: ফের জমবে দীপিকা-রণবীর রসায়ন? 'ব্রহ্মাস্ত্র ২'-তে রয়েছেন আলিয়াও
টলিউডের পরিচালকদের বলিউড পাড়ি দেওয়ার ঘটনা অবশ্য নতুন কিছু নয়। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় সমান তালে কাজ করছেন বাংলা এবং হিন্দি ইন্ডাস্ট্রিতে।