রাজ-শুভশ্রী টলিপাড়ার অন্যতম পাওয়ার কাপল। তাঁদের অফস্ক্রিন রসায়ন রীতিমতো ঈর্ষণীয়। কিন্তু, এবার প্রকাশ্যে মতবিরোধ রাজ-শুভশ্রীর (Raj-Subhashree)। তা মিয়াঁ বিবির ঝগড়ার কেন্দ্রে আসলে তাঁদের একরত্তি ছেলে। খেলার মাঠে, না মোবাইল গেমে, কোথায় কাটবে খুদের বিকেলগুলো, এই নিয়েই ঝগড়া। রাজের ইচ্ছে ছেলে টেক স্যাভি হোক, আর শুভশ্রী খুঁজছেন খেলার মাঠ, মাঠে নামতে হল পরমব্রতকে (Parambrata Chatterjee)।
মোবাইল গেমে আসক্ত শৈশব নষ্ট হচ্ছে মা-বাবাদের সামনেই। সন্তানকে নিজেদের সময় দিতে না পারাটুকুর বিনিময়ে ওঁরাই কচি সবুজ মনগুলোকে বানিয়ে দিচ্ছে যন্ত্র। ধীরে ধীরে অবাধ্য হয়ে ওঠা পাবজি প্রজন্মেরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে বন্ধু, পড়শি, আত্মীয়, স্বজন সবার থেকেই। ভীষণ চেনা ছবি এই থিমের ওপরেই রাজ চক্রবর্তীর নতুন ছবি 'হাবজি গাবজি' (Habji Gabji)।
'বাড়াবাড়ি করবেন না', হাসপাতাল থেকে বাড়ি ফিরে ভক্তদের জন্য বার্তা ধর্মেন্দ্রর
সেই ছবি মুক্তির দিন ঘোষণা করতেই রাজ শুভশ্রীর এই প্রোমোশনাল ভিডিও। আগামী ৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হাবজি গাবজি।