রাজনীতির ময়দানে তাঁরা প্রতিদ্বন্দী। কিন্তু তাঁর বাইরে মিঠুন চক্রবর্তীকে কীভাবে দেখেন তৃণমূল বিধায়ক রাজ? দু'জনের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ খুবই মধুর, বোঝা গিয়েছে বিধায়কের মন্তব্যেই। মিঠুনকে নিয়ে করা দেবের মন্তব্যকেই কার্যত সমর্থন করেছেন রাজ। সম্প্রতি, রাজের পরিচালনায় ছবিও করছেন মিঠুন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিদায়ী সাংসদ দেব বলেছেন, মিঠুন চক্রবর্তী তাঁর বাবার মতো। সেই মন্তব্যের প্রেক্ষিতে আবার দেবের তীব্র সমালোচনা করেন কুণাল ঘোষ। দেব প্রসঙ্গে কুণাল বলেন, ‘ব্যক্তিগত ইমেজ ভাল রাখার জন্য, চৈতন্যদেব সেজে বসে আছেন।’ এই বিতর্কে রাজের মত জানতে চাওয়া হলে স্পষ্টই বোঝা গেল ভোট ময়দানের উত্তাপ এতটুকু বদলে ফেলতে পারেনি বিনোদন জগতে তাঁদের সম্পর্কের সমীকরণ।
সোমবার ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক মনোনয়ন দিতে যাওয়ার সময় তাঁর সঙ্গী ছিলেন রাজ। দেবের মন্তব্য নিয়ে সাংবাদিকরা রাজকে প্রশ্ন করলে রাজের মন্তব্য ‘ব্যক্তিগত সম্পর্কের জায়গায় দেব ঠিক বলেছেন। রাজনীতি থাক রাজনীতির জায়গায়।’
May Day 2024: ১ মে বন্ধ সোনাগাছি! চাই শ্রমিকের স্বীকৃতি, অধিকার বুঝে নিতে পথে নামছেন যৌনকর্মীরা
সম্প্রতি, দিনাজপুরের নির্বাচনী প্রচারে এসে তৃণমূল সুপ্রিমো অবশ্য মিঠুন চক্রবর্তীকে 'সবচেয়ে বড় গদ্দার' হিসেবেই উল্লেখ করেন। প্রসঙ্গত, চলতি নির্বাচনে বিজেপির হয়ে রাজ্যের একাধিক লোকসভায় প্রচার করেছেন মিঠুন চক্রবর্তী।