গড়পড়তা বাংলা ধারাবিকের চেয়ে অনেকটাই আলাদা ছিল এই ধারাবাহিকের গল্প। অসম বয়সের সম্পর্ক, পারিবারিক টানাপোড়েন, সব মিলিয়ে দর্শক মহলে ভালোই জনপ্রিয় হয়েছিল 'গোধূলি আলাপ'।
আজ শেষ হচ্ছে 'গোধুলি আলাপ'এর পথ চলা। টিআরপি তালিকায় অবশ্য বেশিদিন ওপরের দিকে থাকেনি রাজ চক্রবর্তী পরিচালিত এই ধারাবাহিক, তবে অরিন্দম-নোলকের রসায়ন মনে ধরেছিল দর্শকদের।
ধারাবাহিক সম্প্রচারের শেষ দিনে আবেদতাড়িত রাজ। পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। বড়পর্দার পরিচালনার মাঝে এই প্রথম ধারাবাহিক পরিচালনা করছিলেন রাজ। তারপর ওটিটি পরিচালনাও করেছেন তিনি, খুব