রাজ-শুভশ্রী-র ঘরে খুশির খবর। জোড়া সম্মান পেলেন মিয়াঁ বিবি। টেলি সিনে সম্মান ২০২২ এ একাধিক বিভাগে সম্মানিত পরিণীতা (Parineeta)। সেরা পরিচালকের জন্য পুরস্কৃত হলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। আর রাজঘরণী শুভশ্রী (Subhashree Ganguly) পেলেন একই ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান। খুশির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ নিজেই।
২০১৯ সালের ছবি পরিণীতায় শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী। ছক ভাঙা জুটির রসায়ণ সাড়া ফেলেছিল টলিপাড়ায়।
স্টেজে ওঠার আগে 'নার্ভাস' নুসরত! মা হওয়ার পর এটাই প্রথম লাইভ পারফরম্যান্স অভিনেত্রীর
১৪ মে কলকাতার নজরুল মঞ্চে আয়োজন করা হয়েছিল টেলি সিনে অ্যাওয়ার্ড ২০২২-এর। গত বছর করোনার জন্য বন্ধ ছিল পুরস্কার প্রদান। ভারত-বাংলাদেশের বিনোদন জগতের নামজাদা মুখেদের নিয়ে সব মিলিয়ে তারকাখচিত ছিল সন্ধ্যা।
পরিণীতা ছাড়াও সৃজিতের ছবি ‘গুমনামি’ ঝুলিতে পুরেছে ৩টি পুরস্কার। সেরা ছবি, সেরা অভিনেতা (পপুলার), সেরা পরিচালক (জুরি)-এর সম্মান পেয়েছে গুমনামি।’