বয়স সবে আড়াই, এরই মধ্যে খুদে সেনসেশন সে, বলছি টলিউডের সবচেয়ে জনপ্রিয় স্টারকিড ইউভানের কথা। এই তো সেদিন হাতেখড়ি হল খুদের, এরই মধ্যে জুনিয়র স্কুলের পাটাপাট চুকল। গ্র্যাডুয়েশন সেরমনিও হল ঘটা করে। ছোট্ট ইউভানকে সঙ্গে নিয়ে ছবি তুললেন রাজ-শুভশ্রী। সে সব পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতেও।
এই বয়সেই দিব্যি স্মার্ট ইউভান। মাথায় ঝাঁকড়া চুল নিয়ে কখনও পুজোর মণ্ডপে ঢাক বাজায়, আজকাল তো ছবির সেটে গিয়ে গম্ভীর ভাবে মন দিয়ে পরিচালনাও দেখে।
২০২০ তে রাজ শুভশ্রীর কোল আলো করে এসেছিল ফুটফুটে ইউভান, তখন অতিমারী একেবারে মধ্যগগনে। দেখতে দেখতে আড়াই বছর পার করে ফেলেছে।